পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সাংগঠনিকের উপর গুরুত্ব দিতে শুরু করেছে শাসক শিবির, সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সাংগঠনিক জেলা তৃণমূল দলীয় কার্যালয় ভবনে জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে জেলা বর্ধিত সাধারণ সভার আয়োজন করা হয়, এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান তথা বিধায়ক দিনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন জেলা নেতৃত্বদের তরফের সকল নেতৃত্বদের বার্তা দেওয়া হয় সংগঠন আরও মজবুত করতে।
সাংগঠনিক মজবুতির বার্তা নিয়ে মেদিনীপুরে তৃণমূল নেতৃত্বের জমায়েত।।

Leave a Reply