দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: কুমারগঞ্জ ব্লকের ব্রিজ থেকে কুমারগঞ্জ থানার দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এখন রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটির সংস্কার না হওয়ায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
এই রাস্তা ব্যবহার করেই প্রতিদিন কুমারগঞ্জ থানার পাশাপাশি কুমারগঞ্জ কলেজ, হাইস্কুল, কালীবাড়ি বাজার, কুরাহা, দশমাইল, মাঝিয়ানসহ আশপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। মিলন মন্দির সংলগ্ন নার্সারি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা এই রাস্তাতেই যাতায়াত করে থাকেন। ফলে তাদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে চরম সমস্যায়।
এলাকার বাসিন্দারা জানান, রাস্তায় ড্রেনেজের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জমে যায় জল, সৃষ্টি হয় জলকাদার সমুদ্র। কিছুদিন আগে নামমাত্র মেরামত হলেও তা আশানুরূপ ফল দেয়নি। ব্রিজ থেকে যানবাহন নামতেই হয় এই রাস্তার উপর দিয়ে, কিন্তু ভাঙাচোরা ও জলমগ্ন এই রাস্তা গাড়ি চলাচলেরও অযোগ্য।
স্থানীয় বাসিন্দা দীপঙ্করবাবু বলেন,
“এই রাস্তাটার অবস্থা ভয়ঙ্কর। রোগী নিয়ে হাসপাতালে যাওয়াটা একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়। দ্রুত সংস্কার না হলে বড় বিপদ ঘটতে পারে।”
স্থানীয় মানুষজন অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কারের দাবি তুলেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply