আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চা শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের দাবিতে সরব হল তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে ফ্যাক্টরির সামনে তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট মিটিং করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গেট মিটিং টানা দু’দিন ধরে চলবে।
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি আনন্দ খাড়িয়া বলেন,
“গত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ। মালিকপক্ষ কোনও প্রকার বেতন প্রদান করেননি। আমাদের দাবি, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
এই দাবিকে কেন্দ্র করে চা বাগানে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাগানের শ্রমিকরা সংগঠনের পাশে দাঁড়িয়েছেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। আন্দোলন না থামলে বাগানে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় মহল।
Leave a Reply