সামসেরগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ বৃদ্ধ, সন্ধানে পরিবারের শেষ ভরসা এখন সোশ্যাল মিডিয়া।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ফজলু মমিন গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি, তারপর আর কোনও খোঁজ মেলেনি।

নিখোঁজ ফজলু মমিনের মাথায় কিছুটা মানসিক সমস্যা রয়েছে। মুখে সাদা দাড়ি, দেখতে সহজেই চিনতে পারার মতো। কিন্তু এতদিন কেটে গেলেও কোথাও থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইল ফোন বা যোগাযোগের অন্য কোনও উপায় তাঁর কাছে ছিল না বলেই জানান পরিবারের সদস্যরা।

ফজলু মমিনের খোঁজ না মেলায় গভীর উৎকণ্ঠায় রয়েছেন তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। দিন গুনছেন তাঁর ফিরে আসার আশায়। ইতিমধ্যে সামসেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মেলেনি কোনো সদুত্তর।

পরিবারের তরফে এখন শেষ ভরসা সামাজিক মাধ্যম। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে খুঁজে পেতে সর্বত্র প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষের কাছে করজোড় অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ ফজলু মমিনকে কোথাও দেখে থাকেন বা তাঁর কোনো খোঁজ পান, তাহলে যেন অবিলম্বে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন অথবা বিষয়টি জানিয়ে দেন সামসেরগঞ্জ থানায়।

পরিবারের দেওয়া যোগাযোগ নম্বর: 8927164880
থানায়ও সরাসরি জানানো যেতে পারে।

পরিবারের আর্জি—একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে এক অসহায় পরিবারকে তাদের প্রিয় মানুষটিকে। আপনার শেয়ারই হতে পারে এই সন্ধান অভিযানের এক বড় আশার আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *