বেলুড়-সাপুঁইপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কী ভাবছেন এটা কোনো নদী আর নদীতে নৌকা বানিয়ে যাতায়াত করছেন ওনারা ভূল ভাবছেন এটা কোনো নদী না এটা একটা রাস্তা হ্যাঁ এই রাস্তাতেই এতো জল যে কার্যত নৌকা বানিয়ে যাতায়াত করছেন, এটা ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রান্তিক নামক গ্রামে । এখন বলতে বাধা নেই এখন জল ঘড়ের মধ্যে ঢুকে গেছে তাই ঐ ঘড়ে মানুষ আছে নাকি কোনো জীবজন্তু বাসস্থান করেছে বোঝা মুশকিল। ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে কতটা অসুবিধা আবার কারোর শরীর খারাপ হয়ে যায় এম্বুলেন্স ঢুকতে পারবে কি, জমা জল থেকে নানা ধরনের রোগ যেন ফ্রীতে পাচ্ছেন এখানকার বাসিন্দারা। জল বেরাবার কোনো পদ্ধতি নেই, সদস্যার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ২ দিন পর যাবেন। এই জল প্রায় একমাস হতে চললো।
Leave a Reply