পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার জেরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা। তারই প্রেক্ষিতে আজ হালিশহরের হাজিনগর পুলিশ ফাঁড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর জেলা ভারতীয় জনতা যুব মোর্চা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমলেস তিওয়ারি। তিনি জানান, “শুভেন্দু অধিকারীর উপর হামলা আসলে গণতন্ত্রের উপর হামলা। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। প্রশাসন মদতপুষ্ট দুষ্কৃতীদের রক্ষা করছে।”
বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়ালেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুব মোর্চার দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা।
Leave a Reply