৩২ বছরের ঐতিহ্য: পূর্বস্থলীতে ক্ষুদিরাম স্মরণে রোড ড্রেস, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন।

পূর্বস্থলি, নিজস্ব সংবাদদাতা:- বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮ তম শহীদ দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন। বিগত ৩২ বছর ধরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সমুদ্রগড় ইউনিট কমিটির উদ্যোগে, এই কর্মসূচি করে আসছে তারা। ৯ই আগস্ট আজ শনিবার সকালে প্রথমে রাখি বন্ধন উৎসব এর মধ্যে দিয়ে জালুইডাঙ্গা মোড় থেকে সমুদ্রগড় হাই স্কুল ফুটবল মাঠ পর্যন্ত রোড ড্রেস পালিত হয় সেখানে ৪০ জন অংশগ্রহণ করে। পরবর্তী সময় ভব রায়চৌধুরী এবং মঞ্জু বেগম স্মৃতি কাপ অনুষ্ঠিত হবে কাঞ্চনতলা ফুটবল ময়দানে। পাশাপাশি আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সোমবার শহীদ স্মরণ অনুষ্ঠান ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পূর্বস্থলী এক আঞ্চলিক কমিটির সভাপতি দেবব্রত রায়, সম্পাদক অরূপ দে, সাহাদুল খানসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *