আইহো স্ট্যান্ড থেকে সিঙ্গাবাদ বিওপি পর্যন্ত ১৫ কিমি পথজুড়ে তিরঙ্গা মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বহু বীর শহিদের রক্তের বিনিময়ে দুশো বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে মূল্যবান স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ। তাই দেশবাসীর কাছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী আত্মোৎত্যাগের কথা তুলে ধরতে এবং দেশবাসীকে দেশাত্মবোধে জাগ্রত করে তুলতে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার অঙ্গ হিসেবে তিনি দেশ জুরে শুরু করেছেন জন ভাগীদারি আন্দোলন। সেই আন্দোলনের সূত্র ধরেই আসন্ন ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে তিরঙ্গা যাত্রা আয়োজন করল বি এস এফের ১২ নম্বর ব্যাটেলিয়ান। মঙ্গলবার সকালে মালদার হবিবপুরের আইহো স্ট্যান্ড থেকে শুরু হয় এই তিরাঙ্গা যাত্রা । সেখান থেকে শুরু হয়ে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে এই তিরাঙ্গা যাত্রা শেষ হয় সিঙ্গাবাদ বিওপিতে। এই তিরঙ্গা যাত্রায় বিএসএফের 12 ব্যাটেলিয়ানের বিএসএফ কমান্ডেন্ট প্রেম কুমার ডেপুটি কমান্ডেন পরিতোষ বিশ্বাস সহ জওয়ান, আধিকারিক এবং গ্রামবাসীরা দেশের জাতীয় পতাকা নিয়ে অংশ নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *