কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- গতকাল মধ্যরাতে গোপন সূত্র খবরে বেলডাঙা পুলিশ বেলডাঙ্গ এলাকা থেকে নওশাদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে 6 দেশি আগ্নেয়াস্ত্র ও 2 মার্কেট সহ 14 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানতে পারা যায় সেগুলি তিনি তৌসিফ মোল্লা নামের এক ব্যক্তিকে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। হাত বছরের আগে হাতেনাতে পাকড়াও করে নওশাদ মন্ডলকে। পুলিশ সূত্রের খবর পুলিশের খাতায় এর আগেও নওশাদ মন্ডলের নামে মাদক পাচারকারী হিসেবে নথিভুক্ত রয়েছে। এছাড়াও মাদক পাচার কাণ্ডে তিনি বেশ কিছুদিন জেলে ছিলেন। তিন মাস আগে তিনি জেল থেকে মুক্ত হন। এরপরেই আবারো আগ্নেয়াস্ত্র পাচারের কাজে তিনি লিপ্ত হন। ধৃত নওশাদ মন্ডলের বাড়ি ডোমকল থানা এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, ধৃত অভিযুক্ত নওশাদ মন্ডলকে আজ জেলা আদালতে তোলা হবে ।।।।।
জেল থেকে বেরিয়ে আবার অস্ত্র পাচারে জড়িত নওশাদ মন্ডল।

Leave a Reply