পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- রায়না-২ ব্লকের বিস্তীর্ণ রোয়া জমি দীর্ঘদিন জলমগ্ন থাকার পর অবশেষে জীবন্ত হয়ে উঠতে শুরু করেছে। ক্যানেলের নিকাশি ব্যবস্থার ফলে জমে থাকা জল সরে গিয়ে মাঠের মাটিতে আবারও চাষের হাওয়া বইতে শুরু করেছে। চাষিরা নতুন উদ্যমে জমি প্রস্তুত করে চাষাবাদে নেমে পড়েছেন। যদিও গাছ-বীজের তীব্র সংকট এখনো বড় সমস্যা, তবুও আশার আলো নিয়ে কৃষকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হওয়ায় গ্রামীণ প্রান্তরে ফিরে আসছে প্রাণচাঞ্চল্য ও চাষীদের মুখে ফুটছে স্বস্তির হাসি।
বীজের সংকট সত্ত্বেও মাঠে নেমেছেন রায়নার চাষীরা।

Leave a Reply