কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- গত ১০ই অগস্ট ২০২৫ তারিখ তপন থিয়েটারে “ভারত রত্ন কিশোর কুমার গ্রুপের ” পক্ষ থেকে গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলির ৯৬ তম জন্মদিন উপলক্ষ্য-এ এক সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় …
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তরুণ সরকার, অভিজিত দাশগুপ্ত, অরুণ সেন, সুজিত কুমার দাস (আসাম) , সুহৃদ সরকার ও অমিত কুমার ভট্টাচার্য (রাঁচি) , সঙ্গীতা দে (গোহাটি ) সাহিত্যিক প্রদিপ কুমার মৈত্র ও বাহার আহমেদ চৌধুরী (শিলচর), শিশু শিল্পী প্রতুষা সরকার, রঞ্জিনি চন্দ্র সহ বহু শিল্পীবৃন্দ…
” ইন্ডিয়াস্ আইডল অফ্ কিশোর কুমার ” অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার উক্ত অনুষ্ঠানে বিজয়ী শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়…
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রভাস চ্যাটার্জি , ভূপাল পাল ও সুব্রত নন্দি…
উক্ত অনুষ্ঠানে সংগীত শিল্পী সুজিত কুমার দাস মহাশয়ের ৫০ তম বর্ষ সঙ্গীত জীবনের উদযাপন করার মাধ্যমে তাকে সম্মানিত করা হয়…
সঙ্গীতজীবনের ৫০ বছরে সুজিত কুমার দাসকে বিশেষ সম্মাননা।

Leave a Reply