মালদা গাজোল: মৃত ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক চাপানোতোর।

নিজস্ব সংবাদদাতা, মালদা: ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম তাও আবার জ্বলজ্বল করছে।একটি বুথেই প্রায় ২৫ জন মৃত ভোটারের হদিশ মিলল মালদায়। কেউ চার বছর ,কেউ পাঁচ বছর, কেউ ছয় বছর ,আগে মারা গিয়েছে তাও তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। ইতিমধ্যে প্রকাশ্যে এই ঘটনা সামনে আসতেই শোরগোল দেখা দিয়েছে এলাকায়।মালদার গাজোল বিধানসভা কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের ৯৮ বুথ সিংহ পাড়া এলাকার ঘটনা। ভোটার লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। প্রশ্ন মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হলো না।এর গাফিলতি কার। আজকে রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিস পাওয়া যাচ্ছে।আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। উত্তর মালদা বিজেপি নেতা মনোতোষ মন্ডল জানান এই ভাবেই ভোট চুরি করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। মরা ভোটারদেরকে ভোটার লিস্টের জীবিত রেখেই তারা ভোট করাচ্ছে। এই জন্যই তারা এস.আই. আর করতে দিতে চাইছে না।

বিজেপির এই মন্তব্যে পাল্টা দিয়েছে তৃণমূল। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান বিষয়টি আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম ভোটার লিস্ট নিয়ে যে বিজেপি অভিযোগ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা l আজকে অঞ্চল থেকে বিধানসভা, বিধায়ক, এখানকার এমপি সবই বিজেপি। তাহলে তারা কেন এই ভোটার লিস্ট কে সংশোধন করলেন না। কেন তাদের নাম কাটা গেল না যদি সত্যিই মৃত ভোটার লিস্টে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক আমরাও নির্বাচন কমিশনকে বলবো আসলে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করে এরকম ঘটনা ঘটাচ্ছে। যদি মৃত্যু ভোটার থাকে তাহলে আমরা পঞ্চায়েত সমিতি থেকে তদন্ত করে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *