স্বাধীনতা দিবসে এলাকাবাসীর গর্ব, স্বর্ণপদকজয়ী অনিন্দ্যকে নবারুণ সংঘের সম্মাননা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া দেশ জুড়ে ৭৯ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ধুমধামের সহিত । সেই সঙ্গে দেশের জন্য যারা বলিদান দিয়েছেন সেই দেশপ্রেমীদের শ্রদ্ধার্ঘ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায়। পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ শ্রদ্ধার্ঘ্য এবং ছোট ছোট বাচ্চাদের মিষ্টি লজেন্স বিতরণ মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ক্লাব সংস্থা সবাই আজ নম্র চিত্তে স্মরণ করছেন স্বাধীনতা দিবস। সেইসঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের গর্ব হাওড়া জেলা সাঁকরাইল থানা অন্তর্গত সারেঙ্গার কলাতলার বাসিন্দা স্বর্ণপদ জয়ী বডি বিল্ডার অনিন্দ্য মোশেলকে নবারুণ সংঘ ক্লাবের সদস্যরা সংবর্ধনা জ্ঞাপন করলেন। স্বর্ণপদ পাওয়ার পর বহু জায়গায় সম্মানিত হয়েছেন অনিন্দ্য, তথাপি তার শৈশব বেড়ে ওঠা গ্রামের বাসিন্দাদের কাছ থেকে এই সংবর্ধনা তার কাছে বহু মূল্য এবং তিনিও বললেন তিনি খুবই আপ্লুত। একজ্ঞতা মনোযোগ এবং কঠোর পরিশ্রমে যে সাফল্য আসে তা তিনি দীপ্ত স্বরে ব্যাপ্ত করলেন খেলাধুলার সঙ্গে যুক্ত সকল ছেলে মেয়েদের উদ্দেশ্যে। উত্তরীয় এবং ফুলের মাধ্যমে প্রবীণ থেকে শুরু করে নবীন সকলেই সংবর্ধনা জানালেন স্বর্ণপদ জয়ী বডি বিল্ডার অনিন্দ্য মোশেলকে। আগামী দিনে আরও তার পরিব্যক্তি ঘটুক সেই আশায় বুক বেঁধে রইলেন আপামর এলাকাবাসী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *