নিজস্ব সংবাদদাতা, মালদা : সাত সকালে মহানন্দা নদী থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে এক যুবকের দেহ ভাসতে দেখে আতঙ্কিত হন এলাকাবাসী। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
এখনও পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। জলে ডুবে মৃত্যু নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
Leave a Reply