কলকাতা, নিজস্ব সংবাদদাতা : আচমকা জল ঢুকে বিপর্যস্ত হল কলকাতার মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝের টানেলে জল ঢুকে পড়ায় বন্ধ হয়ে যায় ওই অংশে মেট্রো চলাচল।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারদের ইতিমধ্যেই টানেলে নামানো হয়েছে। কোথা দিয়ে জল ঢুকল এবং নির্দিষ্ট কোন জায়গায় জল জমে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত মেরামতির কাজ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই কারণে আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। মাঝের অংশে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।












Leave a Reply