ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই নিয়ে মেম্বারকে বলতে গেলে মেম্বার বলেন আমি কি জমি বিক্রি করে পকেট থেকে টাকা দিয়ে তোদেরকে রাস্তা করে দিতে হবে এমনটাই বলেন বলে অভিযোগ এলাকাবাসীর
এবং রাস্তার উন্নয়নের কথা এলাকাবাসী বলতে গেলে মেম্বার বলেন উন্নয়ন না করলেও হবে আমি এই করে খাই নাকি এমনই কথা বলেন তৃণমূলের মেম্বার অভিযোগ গ্রামবাসীদের ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলী অঞ্চলের বাথানপাড়ায় এলাকায়
তাই আজ সকাল ১০ টা নাগাদ বিক্ষোপে ফেটে পড়ে এলাকাবাসী এলাকাবাসীর বলেন আগের রাস্তা পরে ভোট যদি এই রাস্তা না হয় তাহলে 26 শে নির্বাচনে ভোট বয়কট করবে এলাকাবাসী এমনটাই বলেন এবং এলাকাবাসী বলেন এ রাস্তা বেহাল থাকার কারণে একাধিকবার টোটো মোটরসাইকেল উল্টে গেছে বলে জানাই এলাকাবাসী।
Leave a Reply