পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই বর্ষায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় মুখি করার লক্ষ্যে এবার এগিয়ে এলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশদা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের এই বর্ষায় বিদ্যালয়ে আসার জন্য নিজের প্রাপ্য ভাতা থেকে বৃহস্পতিবার ছাতা বিতরণ করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন,এই দিন গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন আগামী দিনে শিক্ষিত সমাজ গড়ে তোলার সবাইকে এগিয়ে আসার প্রয়োজন,আগামী দিনেও এই ধরনের আমার কর্মসূচি থাকবে। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় চ্যাটার্জি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের এইরকম কর্মকাণ্ডতে আমরা আপ্লুত। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য মধুসূদন মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
“বর্ষায় স্কুলমুখী করতে গড়বেতায় ছাতা বিতরণ কর্মসূচি।

Leave a Reply