পুরাতন মালদায় চাঞ্চল্য, চার দিন ধরে নিখোঁজ তিন বছরের শিশু।

নিজস্ব সংবাদদাতা, মালদা :—- পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের পাঁচ গ্রাম এলাকায় চার দিন ধরে নিখোঁজ এক তিন বছরের শিশুকে ঘিরে তীব্র চাঞ্চল্যে ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিবার ও গ্রামবাসীরা এখনো শিশুর খোঁজে ব্যস্ত, তবে নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন করতে পারেনি কেউই।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। মা কয়েক মাস ধরে নিজের মায়ের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকেন। গত সোমবার রাতের খাবার শেষে দুই সন্তানকে পাশে শুইয়ে ঘুমিয়েছিলেন ওই গৃহবধূ। রাত প্রায় এগারোটার সময় ঘুম ভাঙতেই তিনি দেখতে পান তার কোলের তিন বছরের সন্তান নেই। মুহূর্তের মধ্যে শুরু হয়,চিৎকার-চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ছুটে এসে রাতভর খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। শিশুটি কোথায় গেল বা কারা তাকে নিয়ে গেল, সে বিষয়ে পরিবার কিছুই বুঝে উঠতে পারছে না। এলাকাজুড়ে রয়েছে ধানক্ষেত ও ঘন জঙ্গলে তল্লাশি চালানো হলেও কোনো সূত্র পাওয়া যায়নি। চার দিন কেটে গেলেও শিশুটি নিখোঁজ থাকায় গভীর শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছে পরিবার। এ ঘটনার পরই মালদা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায় করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। সূত্রের খবর, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র ধরে খোঁজার চেষ্টা চালাছে পুলিশ। পাশাপাশি আশেপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত শিশুর হদিস মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের সক্রিয় ভূমিকা আশা করছেন। অনেকের ধারণা, শিশু পাচারচক্রের সঙ্গে যোগ থাকতে পারে, আবার কারও মতে কোনো অসতর্ক মুহূর্তে বাইরে চলে যেতে পারে সে। যদিও এসবই অনুমান। চার দিনের দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিশুটির পরিবার ও গ্রামবাসীর। প্রত্যেকে একটাই প্রার্থনা করছেন খুব তাড়াতাড়ি যেন শিশুটি সুস্থ-অক্ষত অবস্থায় ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *