নিজস্ব সংবাদদাতা, মালদা:– এক টোটো চালককে পুলিশ প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।আর প্রতিবাদেই পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবারবর্গ সহ অন্যান্য টোটো চালকরা। সকলেই সোচ্চার হলেন মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবীতে। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার সামসী বাইপাস এলাকায়। জানা গেছে, আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলি। বাড়ি সামসী গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। অবরোধকারীদের বক্তব্য, বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন। এক যাত্রীকে সামসী স্টেশনে রেখে তিনি সামসী ৪২০ মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এ.এস.আই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন। টোটো চালক তার টোটো বলতেই তাকে প্রচন্ড মারধর করেন বলে অভিযোগ। মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবারবর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে সামসী-চাঁচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা মারধরে অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবীতে সোচ্চার হন। অবশেষে সামসী ফাঁড়ির পুলিশের আশ্বাসে প্রায় দুঘন্টা পর অবরোধ উঠে যায় বলে খবর।
প্রচণ্ড মারধরে অসুস্থ টোটো চালক, দুই ঘণ্টা বিক্ষোভে অচল সামসী-চাঁচল বাইপাস।

Leave a Reply