নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৯ আগস্ট——শ্রী শ্রী গনেশ পূজা উপলক্ষে রাজবংশী মিলন মেলা ও নাঙ্গলডিঘী উৎসব অনুষ্ঠিত হয় রাজবংশী সংঘের পরিচালনায়। বৃহস্পতিবার রাত্রে গাজোল ২ নং গ্রাম পঞ্চায়েতের ফতেপুর বারুইপাড়া হইচই মোড় এলাকায় গণেশ পূজা অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত হয় গত বুধবার। বৃহস্পতিবার রাত্রিতে দ্বিতীয় দিনের গনেশ পূজা উপলক্ষে রাজবংশী মিলন মেলা ও নাঙ্গলডিঘী উৎসব মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে ভাওয়াইয়া গান অনুষ্ঠিত হয়। রাজবংশী সংঘের সদস্য নীহাররঞ্জন মন্ডল জানিয়েছেন তাদের এই অনুষ্ঠান এবার পঞ্চম তম অনুষ্ঠান। আজ দ্বিতীয় দিনে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাধিক অতিথি ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ভাওয়াইয়া গান হয়।নানা ধরনের খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গণেশ পূজা উপলক্ষে মেলাও জমে উঠেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ২ নং অঞ্চলের প্রধান অর্মিলা রাজবংশী গাজোল ২ নং অঞ্চলের সেক্রেটারি গোপাল বর্মন বিশিষ্ট সমাজসেবী সুভাষ বর্মন, রাজবংশী সংঘের সভাপতি সঞ্জয় সরকার, সদস্য নিহার রঞ্জন মন্ডল, জয়দেব সরকার,বিপ্লব মন্ডল, জুয়েল সরকার,দিব্যেন্দু সরকার সহ অন্যান্যরা।
ফতেপুর বারুইপাড়ায় গণেশ পূজা উপলক্ষে ব্যাপক দর্শক সমাগম।

Leave a Reply