পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঠান্ডামনি বস্কে এইবার সাপ কাপে জাতীয় দলে জায়গা করে নিল, আর তারই সাফল্যে যথেষ্ট খুশির হাওয়া বইতে শুরু করেছে কোলাঘাট জুড়ে, জানা গিয়েছে একাধিক প্রশিক্ষকদের প্রচেষ্টায় এবং বহু কষ্ট করে এই জায়গা করে নিয়েছে ঠান্ডামনি।
প্রশিক্ষকদের পরিশ্রমে সাফল্য, জাতীয় দলে জায়গা পেলেন ঠান্ডামণি বাস্কে।

Leave a Reply