নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ অগস্ট: নাম পরিবর্তন করে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করা এক বাংলাদেশি যুবককে অবশেষে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হলে পুলিশ তার দশ দিনের হেফাজতের আবেদন জানায়।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম হৃদয় মিয়াঁ (২০)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। অভিযোগ, প্রায় দশ বছর আগে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে সে। এরপর ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নাম পরিবর্তন করে এদেশে বসবাস করছিল।
গত শুক্রবার ইংরেজবাজারের মহদিপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জিজ্ঞাসাবাদে হৃদয় নিজেই স্বীকার করে যে সে বাংলাদেশের বাসিন্দা। তার কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক জেরায় সে জানিয়েছে, শিশু অবস্থাতেই ভারতবর্ষে প্রবেশ করে। এরপর এখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করে। তবে কীভাবে সে নথিপত্র সংগ্রহ করেছে এবং কারা তাকে সহযোগিতা করেছে, সেই দিকটি খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এখন পুলিশের নজর রয়েছে, যুবকটির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এবং স্থানীয়ভাবে তার পরিচয়পত্র বানাতে কোনও চক্র সক্রিয় ছিল কি না, তা খুঁজে বের করার দিকে।
Leave a Reply