পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অকারণবশত ট্রেন থেকে পড়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ওই যাত্রীর হাতে তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড রেল স্টেশনে কর্মরত রেল পুলিশ, ঘটনায় জানা যায় মঙ্গলবার বাঁকুড়া ডাউন অরণ্যক এক্সপ্রেস করে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ৫৪ বছর বয়সী বর্ষা রক্ষিত, এরপর গড়বেতা স্টেশন ছেড়ে চন্দ্রকোনারোড স্টেশনে যাওয়ার পথে অকারণবশত হাতে থাকা মোবাইল পড়ে যায় ট্রেন থেকে, এরপর ওই মহিলা চন্দ্রকোনারোড স্টেশনে নেমে রেল পুলিশকে গোটা ঘটনার কথা জানায়, এরপর কর্মরত রেল পুলিশ অনুসন্ধান করে ওই মোবাইলটি উদ্ধার করে ওই যাত্রীর হাতে তুলে দেওয়া হয়, মোবাইল হাতে পেয়ে রেল পুলিশকে সাধুবাদ জানিয়েছে ওই যাত্রী।
রেল পুলিশের সতর্কতায় হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি বর্ষা রক্ষিত।

Leave a Reply