“নিখোঁজ বিধায়ক পোস্টার পড়েছিল” – শ্রীরূপাকে আক্রমণ তৃণমূল জেলা সভাপতির।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – SIR যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। মন্ডল কমিশন যখন হয়েছিল ঠিক সেই রকম ভাবেই দিল্লিতে আগুন জ্বলবে। নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে ধরনায় বসবো। আমরা জানি না নির্বাচন কমিশন কিভাবে এই রাজ্যে SIR করবে। পুলিশ দিয়ে করবে? না সেনাবাহিনী দিয়ে করবে। হুমকি দিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি আরো অভিযোগ করেন বাংলার বুকে SIR করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিটা বুথে ১০০,২০০ এর উপর মৃত ভোটার। বাড়ছে অনুপ্রবেশ। ভোট আসলে রক্তাক্ত হচ্ছে বাংলা। এই পরিস্থিতিতে আমরা এই বাংলায় SIR চাই চাই।
যদিও বিজেপি বিধায়কের পাল্টা দিয়েছে তৃণমূল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, আপনাকে অনেক আশা নিয়ে ইংলিশ বাজারের জনগণ ভোট দিয়েছে। কিন্তু আপনাকে এলাকায় দেখা যায় না কিছুদিন আগেই আপনার নিখোঁজ বিধায়ক পোস্টার পড়েছিল। উত্তর প্রদেশ থেকে গুজরাট এই সমস্ত রাজ্যে ভোটের সময় SIR করা হলো না কেন এখন বাংলা নিয়ে আপনার মাথা ব্যথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *