পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া। সেই শহরে দ্বার হলদিয়া গেট। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচকে “হলদিয়া গেট”। ইতিমধ্যেই গেটটি দুর্বল হয়ে পড়েছে। যে কোনো সময় ভেঙ্গে পড়ে বিপদ ঘটতে পারে তাই সেই গেটের সংস্কার করার কাজের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখার নির্দেশিকা প্রকাশ করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই নির্দেশিকাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় জুড়ে। ফলে চিন্তায় নিত্যযাত্রীরা।
সামনেই বিশ্বকর্মা পুজো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শিল্প শহর হলদিয়ায় ঠাকুর দর্শন করতে আসেন। বিশ্বকর্মা পুজোর আগে হলদিয়া গেটটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হলদিয়া উন্নয়ন পর্ষদের বিশেষ উদ্যোগ। হলদিয়া উন্নয়ন পর্ষদের একটি নির্দেশিকায় বলা হয়েছে, “এতদ্বারা সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে, ব্রজলালচকস্থিত হলদিয়া গেট -এর কাজের জন্য আগামী ৩রা সেপ্টেম্বর, ২০২৫ বুধবার রাত্রি ৮টা থেকে ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কাপাসএড়িয়া থেকে ব্রজলালচকমোড় (NH-116) পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে”।
অপর একটি অফিসিয়াল চিঠিতে লেখা রয়েছে গেটের মেরামতির জন্য ” ০৩/০৯/২৫ বুধবার ভোর ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থালবে। সোশ্যাল মিডিয়ায় যে যার মতো তুলে ধরছেন। ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে।
হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আগে ৩০ শে আগস্ট কাজের জন্য একটি অনুমোদন নেওয়া হয়েছিলো। কিন্তু পরে ১ লা সেপ্টেম্বর আবার নতুন করে অনুমোদন নেওয়া হয়। ফলে দুটি অনুমোদনের কাগজ বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় বিভ্রান্ত সৃষ্টি হয়।
হলদিয়া গেটের কাজের জন্য আজ বুধবার রাত্রি ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত মহিষাদলের কাপাএড়্যা থেকে বজ্রলালচক পর্যন্ত১১৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে।
যাদের এই পথ দিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে তাদের বিকল্প রাস্তা অর্থাৎ কাপাসএড়্যা থেকে রাজ্য সড়ক হয়ে মহিষাদল তেরপেখ্যা মোড় থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে হলদিয়া পৌঁছাতে পারেন।
নিত্যযাত্রী সুরেশ রায় জানান, কাজের সূত্রে কলকাতা যাতায়াত করতে হয়।১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাতায়াত করি । হলদিয়া গেটের কাজের জন্য বুধবার ও বৃহস্পতিবার জাতীয় সড়ক বন্ধ থাকার নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় পৃথক পৃথক নজরে আসছে। ফলে ঠিক বুঝতে পারছি না কোটা ঠিক আর কোনটা ভুল”।
Leave a Reply