রীতিনীতি মেনে করম পুজোর আয়োজন, মিলল সাংস্কৃতিক বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড় BDO অফিস প্রাঙ্গনে মাহাতো ও কুরমি সম্প্রদায়ের করম পুজো আয়োজন করা হয় বুধবার, এইদিন মাহাতো ও কুরমি সম্প্রদায়ের বিভিন্ন রীতিনীতি মেনে এই করম পুজোর আয়োজন করা হয়,এই দিন উপস্থিত ছিলেন BDO দেবঋষি ব্যানার্জি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *