বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে (মাধ্যমিক স্তর পর্যন্ত) শিক্ষক দিবস উদ্যাপন করল ছাত্রছাত্রীরা নিজেদের খরচে। ছোট্ট একটি বিদ্যালয় হলেও এদিনের অনুষ্ঠান ছিল যথেষ্ট বর্ণাঢ্য।
অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সঞ্চালক ও সঞ্চালিকা সমগ্র অনুষ্ঠানটির দায়িত্ব নেন। প্রথমেই সর্বপল্লবী রাধাকৃষ্ণ প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের বরণ করে নেয় ছাত্রছাত্রীরা।
দিনভর নানা সাংস্কৃতিক পরিবেশনা সাজিয়ে তোলে অনুষ্ঠান মঞ্চ। কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটকের মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি তাঁদের শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের আন্তরিক উদ্যোগে তৈরি পরিবেশ। অন্যদিকে, দিনের শেষে শিক্ষকরাই এগিয়ে আসেন। ছাত্রছাত্রীদের জন্য তাঁরা আয়োজন করেন মধ্যাহ্নভোজনের।
শিক্ষক দিবসের এই ছোট স্কুলের বড় অনুষ্ঠান যেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে এক অনন্য বন্ধনের প্রতিচ্ছবি।
Leave a Reply