২রা থেকে ৭ই সেপ্টেম্বর: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনী।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ১১জন শিল্পীর চিত্র দিয়ে শুরু হলো ত্রিধারা গ্রুপ চিত্র শিল্পকলা প্রদর্শনী। প্রথম বছরের অভূতপূর্ব সাফল্যের পর দ্বিতীয় বর্ষে পদার্পন করলো ত্রিধারা র চিত্র প্রদর্শনী। এস নাগেশ, সুদীপ্ত জানা, সুমন্ত ঘোষের নিখুঁত শিল্পকলা র প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার থেকে। মোট ১১জন শিল্পীর চিত্র প্রদর্শনী প্রদর্শীত হচ্ছে দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্টস এন্ড কালচার সেন্টারে। কলকাতা, দিল্লি, আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীর আঁকা স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ২রা সেপ্টেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হয়ে চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮ টা পর্যন্ত বিড়লা একাডেমি অফ আর্টস এন্ড কালচার প্রেক্ষাগৃহে দ্বিতীয় তলায়। এখানে প্রদর্শীত হচ্ছে তৈলচিত্র, অলোকচিত্র সহ চিত্র, গ্রাম বাংলার প্রাকৃতিক উপকরণ, আবহাওয়া পরিবর্তন, ঘুঁটে শিল্প সহ একাধিক শিল্পীর মনের ক্যানভাস। । শিল্পী সুমন্ত ঘোষ জানান এই প্রদর্শনী এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন করলো। তাঁর আশা এখানে যে ১১জন শিল্পীর ছবি স্থান পেয়েছে তা দর্শকদের মন কাড়বে। ছায়া দুবে , প্রীতি জৈন, হানশা মিলন (ভোপাল) সঞ্জয় শর্মা, অমিত দাস (দিল্লী) বিশ্বজিৎ মন্ডল, হরপ্রসাদ চ্যাটার্জী, এস. নাগেশ, রাখি রায়, সুমন্ত ঘোষ এবং সুদীপ্ত জানা ( কলকাতা) শিল্পীদের চিত্র প্রদর্শীত হচ্ছে এই প্রদর্শনীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *