আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- খাবারের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। তাতে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণও খোয়াচ্ছে মানুষ। রবিবার গভীর রাতে বৃষ্টির মাঝে চারটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে ফালাকাটা ব্লকের উত্তর মালসাগাঁও ও শিশাবাড়ি সরুগাও এলাকায়। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়ির পাশাপাশি একটি গাড়িও। সোমবার বিকেলে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়। এদিন সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতির।

Leave a Reply