মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (MSME) দপ্তর ও রেশম বিভাগের এক প্রতিনিধি দল সোমবার মালদা জেলার রেশম বিভাগের পিয়াজবাড়ী সেন্ট্রাল নার্সারি পরিদর্শন করেন। এরপর জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক।সভায় জেলার মাল্টি এন্ড রিলার, রেশম ব্যবসায়ী, সিল্ক পার্কের একাধিক উদ্যোগী এবং সিল্ক প্রডিউসার ইউনিয়নের কর্তারা উপস্থিত ছিলেন। রেশম শিল্পের আধুনিকীকরণ ও উন্নয়নে রাজ্য সরকারের উদ্যোগে নতুন জোয়ার আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেশম শিল্পীরা। এদিন মালদা সিল্ক ইয়ার্ন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা রেশম শিল্পের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন। জেলার আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে এই প্রস্তাবগুলি জেলা মন্ত্রী শ্রীমতি সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকেও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
রাজ্য সরকারের উদ্যোগে রেশম শিল্পের আধুনিকীকরণের পথে মালদা।

Leave a Reply