আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- এত দিন জটেশ্বরে ১৭ নম্বর জাতীয় সড়কে কোনও ট্রাফিক সিগন্যাল ছিল না। আর সেই জন্য প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তেন পথচারীরা। অবশেষে স্থানীয়দের দাবি মেনে ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রথম ট্রাফিক সিগন্যালের উদ্বোধন হলো। এদিন ওই ট্রাফিক সিগন্যালের উদ্বোধনে উপস্থিত ছিলেন, ফালাকাটা থানার আই সি অভিষেক ভট্টাচার্য ছিলেন ফালাকাটার ট্রাফিক ওসি সাদিকুর রহমান, জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়। এছাড়াও ছিলেন জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা আলী সহ অন্যান্যরা। তবে এদিন ট্রাফিক সিগন্যাল উদ্বোধনের পাশাপাশি পথ নাটকের মধ্য দিয়ে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
পথনাট্যের মাধ্যমে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার।

Leave a Reply