পূজোর মাত্র ১৪ দিন আগে রহস্যজনকভাবে উধাও শিল্পীরা, পুলিশে অভিযোগ ক্লাব কর্তাদের।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পূজো কমিটির সাথে প্রতারণা। পূজা মন্ডপের বাইনার প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা। মাথায় হাত ক্লাব কর্তাদের। মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা।
উল্লেখ্য পূজোর বাকি আর মাত্র ১৪ দিন। মালদা শহরের মন্ডপে মন্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি। এই পরিস্থিতিতে
রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই ডেকোরেটার সংস্থা বলে অভিযোগ। এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ করেই পালিয়ে যায় ডেকোরেটার সংস্থা বলে অভিযোগ। ফলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে মালদা শহরের অন্যতম বিগ বাজেটের এই পাঁচটি ক্লাব তথা ইংলিশ বাজারের বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণ পল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব এবং হিমালয় সংঘের। শহরের এই পাঁচটি ক্লাবের প্রতিবছরই থিমের পুজো নজর কেড়ে দেয় মালদা বাসিকে। এবছর এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটার ব্যাবসায়ী
সুদীপ্ত পালকে। অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোনের সুইচ অফ।
এই পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *