১৪ সেপ্টেম্বরের স্মৃতিতে কবিতা, গান ও শ্রদ্ধার্ঘ্য – বালুরঘাটে ইতিহাসচর্চা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে ১৪ সেপ্টেম্বর। বালুরঘাট দিবস নামে পালিত হয় দিনটি। গত কয়েক বছর থেকে এই দিনটিকে ঘিরে নানান ইতিহাস ও সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান করে থাকে। ১৪ সেপ্টেম্বর বালুরঘাট দিবস। তার প্রাক্কালে ১৩ সেপ্টেম্বর বিকেলে কথকের আয়োজনে এই বছর ডাঙ্গি শহীদ বেদীর সামনেই অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি বাংলাদেশের হৃদয় হতে ‘ গান দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করে সোমা হুই। তারপর ভারতছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী দের উদ্দেশ্যে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। মৌমিতা সাহা
(দেবব্রত সিংহের ‘স্বাধীনতা’), অনিতা কর( দেবেশ ঠাকুরের ‘মানচিত্র ), রাকেশ প্রামাণিক ( অমিতাভ দাশগুপ্তের ‘আমার নাম ভারতবর্ষ’), নন্দিতা দাস কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’কবিতার নির্বাচিত অংশ আবৃত্তি করেন।নিজের লেখা ‘সুভাষ মরে নাই, সুভাষ মরে না’ কবিতা পাঠ করেন কথকের সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল।
সমাপ্তি সঙ্গীত হিসেবে পরিবেশিত হয় ‘ধনধান্য পুষ্পভরা’।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মণ্ডল জানান ‘ আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে বালুরঘাট দিবসের এই পালন ভালো লাগলো। শিশু কিশোর কিশোরীরা এতে ইতিহাস সচেতন হবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *