২৩৩-২৩৫ বুথের বাসিন্দাদের দাবি-সমস্যা শুনে সমাধানের আশ্বাস জনপ্রতিনিধিদের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে চলছে পাড়ায় সমাধান।সেই পাড়ায় সমাধানে দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায়। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং হবিবপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এবার পাড়ায় সমাধান শিবির হয়ে গেল হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিবিরে অংশ নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এবং পাড়ায় সমাধান ক্যাম্প ঘুরে দেখলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ‘হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলাপরিষদ সদস্য রেজিনা মুর্মু,ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তি সিকদার সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ২৩৩, ২৩৪ এবং ২৩৫নং বুথ এলাকার ভোটাররা অংশ নিয়ে তারা তাদের নিজ নিজ এলাকার ছোটোখাটো সমস্যা ও উন্নয়নমূলক কাজের প্রস্তাব দেন। যা লিপিবদ্ধ করে আগামী দিনে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপস্থিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *