শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান :-আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বড়বৈনান অঞ্চলে রায়না ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সৈয়দ কলিমুদ্দিন উপস্থিত ছিলেন।মাত্র ৪০ দিনেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ হয়ে উঠেছে মানুষের নিজের উদ্যোগ। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষ, ২১ হাজারেরও বেশি ক্যাম্পে শামিল হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন একসাথে।
সেই মতো সারা রাজ্যের সাথে জামালপুরেও চলছে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প(APAS)।
পাঁচড়া গ্রাম পঞ্চায়েত পাঁচড়া প্রাথমিক বিদ্যালয় ও আঝাপুর গ্রাম পঞ্চায়েত ভেরিলি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এই ক্যাম্প।
এখন থেকে জনগণ নিজেরাই ঠিক করবেন এলাকার কোন কাজ টি সব থেকে জরুরি, কোথায় কী কাজ হবে।
এখন থেকে পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বুথে 10 লক্ষ টাকা দিয়ে সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার।
প্রতিটি মানুষের কথা শোনা হচ্ছে, প্রতিটি পাড়ার সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। বাংলা আজ গোটা দেশকে দেখাচ্ছে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার আসল শক্তি।
Leave a Reply