দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় নানান সমস্যা এবং অত্যাচারের শিকার হতে হচ্ছে বাঙালি শ্রমিকদের। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরে বংশীহারী ব্লক এবং বুনিয়াদপুর টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বাংলা ভাষার অপমান ও বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল করা হয়। এদিন বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিলটি বেরিয়ে বুনিয়াদপুর শহর পরিক্রমা করে ট্রাফিক মোড়ে এসে গান্ধীজীর মূর্তির পাদদেশে শেষ হয়।
উল্লেখ্য, বেশ কয়েক মাস যাবত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলার অপরাধে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের শাখা সংগঠনগুলোর পক্ষ থেকে এই নিয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি নেওয়া হচ্ছে।
এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব, বংশীহারী ব্লক এবং বুনিয়াদপুর টাউন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব সহ দলের বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব এবং কর্মীগণ।
Leave a Reply