পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা জি এস এফ পি বিদ্যালয় প্রাঙ্গনে “আমাদের পাড়া,আমাদের সমাধান” ক্যাম্পের আয়োজন করা হয় সোমবার, এই দিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দোলন হাজরা, ৫নং সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়,অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার, রাজীব ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা, মূলত এই দিন নিকাশী নালা, পথবাতি, রাস্তাঘাটের সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই ক্যাম্পে, এবং আগামী দিনে ওইসব সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেন ব্লক প্রশাসন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে “আমাদের পাড়া,আমাদের সমাধান” কর্মসূচি।
বিডিও দীপাঞ্জন ভট্টাচার্যের উপস্থিতিতে সমাধান ক্যাম্প, এলাকাবাসীর দাবির তালিকা পেশ।

Leave a Reply