মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —– পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে এক অনন্য ঘটনা আজও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় ১৫ বছর আগে পুরাতন মালদার মুচিয়া নজরপুরের ছোট্ট বালক মিঠুন শীল নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুড়িয়ে পায় একটি ত্রিশূল। সেই ত্রিশূল বাড়িতে নিয়ে আসার পর থেকেই শুরু হয় এক অলৌকিক কাহিনি। পরিবার সূত্রে জানা যায়, সেই ত্রিশূল পাওয়ার কিছুদিন পরেই মিঠুন শীল স্বপ্নে আদেশ পায় মা দুর্গার পূজা শুরু করার জন্য। মিঠুন সিলের মা আশা শীল জানান স্বপ্নের সেই নির্দেশ মেনেই পরিবারের উদ্যোগে শুরু হয় দুর্গাপূজা। তারপর থেকে প্রতিবছর নিয়ম মেনে ধুমধাম করে পূজো অনুষ্ঠিত হচ্ছে। এখনো সেই ত্রিশূলটি সংরক্ষিত রয়েছে পরিবারের কাছে। গ্রামবাসীরাও বিশ্বাস করেন, দেবীর আশীর্বাদেই পূজো এত বছর ধরে নিরব ছিন্ন ভাবে চলছে। দুর্গাপূজার সময় এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে, সৃষ্টি হয় এক অন্যরকম ভক্তিময় পরিবেশ। গ্রামের প্রবীণরা বলেন, “এটা অলৌকিক ঘটনা। স্বপ্নের আদেশেই শুরু হয়েছিল পূজা, আর সেই পূজা আজ গ্রামে আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছে। এই ঘটনার মধ্যে দিয়ে নজরপুরের দুর্গাপূজা আজ ঐতিহ্যে রূপ নিয়েছে।
মিঠুন শীলের স্বপ্নাদেশের পূজা আজ নজরপুরের গর্ব।

Leave a Reply