শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা;- শিলিগুড়ি মহকুমার রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকায় ,ব্যস্ত তম সড়কে ঘটে যায় এক মনোমান্তিক পথ দুর্ঘটনা, সজোরে ধাক্কা মারে রেল বেরিয়ারে একটি বালি বোঝাই বার চাকা ডাম্পার, অনুমানিক রাত দুটোয় নাগাদ, যদিও কেউ হতাহতের খবর নেই, এই দুর্ঘটনার ফলে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়, রাত থেকে সকাল অব্দি সেই জাম থাকে এতে সমস্যার সম্মুখীন হয় স্কুল পড়ুয়া ও নিত্য যাত্রীরা ঘটনা আসলে রেল আরপিএফ ও স্থানীয় পুলিশ।
Leave a Reply