ইন্দাসে অভিনব আয়োজন, বাইকেই দেবতার আসন সাজিয়ে পুজো।

বাঁকুড়া-ইন্দাস, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর বাজারে এ বছর চোখে পড়ল এক অনন্য দৃশ্য। মিলন কুন্ডুর উদ্যোগে অনুষ্ঠিত হল এক অভিনব পুজো—যেখানে দেবতার আসন সাজানো হয়েছিল মোটরবাইকের উপরেই। স্থানীয় মানুষের কাছে এমন দৃশ্য একেবারেই নতুন, তাই উৎসব ঘিরে তৈরি হয়েছিল প্রবল কৌতূহল।

সাধারণত বাড়ি, উনন বা পুকুরঘাটে পুজোর প্রচলন শোনা যায়। কিন্তু মোটরবাইককে কেন্দ্র করে আয়োজন সত্যিই ব্যতিক্রমী। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়েছে প্রসাদের বিশেষত্বও। ভোগ হিসেবে যেখানে সাধারণত ফল-মূল, মিষ্টি বা খিচুড়ি দেওয়া হয়, সেখানে গোবিন্দপুর বাজারে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ—সকলেই বিস্ময়ের সঙ্গে দেখেছেন এই অভিনব আচার। অনেকেই মজা করে বলেছেন, “বাইকেই যদি পুজো হয়, আর প্রসাদে যদি মেলে আইসক্রিম, তবে এই পুজোর মজা আলাদা।”

সব মিলিয়ে মোটরবাইক পুজো আর প্রসাদে আইসক্রিম—দুটোই গোবিন্দপুরের এই আয়োজনকে করে তুলেছে অন্যরকম, যা এলাকার মানুষজনের মনে দীর্ঘদিন থেকে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *