নিজস্ব সংবাদদাতা, মালদা—-এবারের পুজোয় মালদায় কোথায় সবচেয়ে বড়ো দুর্গা প্রতিমা হচ্ছে জানেন কি? এবার মালদায় চমক দিতে চলেছে মালদাহের পুড়াটুলি মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটি । বছর সবচেয়ে বড়ো দুর্গা প্রতিমা তৈরি করে মালদাবাসীকে চমক দিতে চলেছেন পুড়াটুলি মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যারা।। এবছর এখানকার পুজো দশম তম বর্ষের। এবছর. এখানে তৈরি হচ্ছে ৫১ ফুটের বিশালাকার দেবী প্রতিমা। তবে মাটি দিয়ে নয়। থার্মোকল, প্লাস্টার অব প্যারিস সহ নানান উপকরণ দিয়ে প্রতিমা গড়ছেন শিল্পী পাপাই দাস। উদ্যোক্তাদের আশা তাদের এই পুজো এবছর নজর কাড়বে মালদাবাসীর।
থার্মোকল ও পপ দিয়ে তৈরি বিশাল দেবী – দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র পুড়াটুলি পুজো।












Leave a Reply