ছাত্র রাজনীতি থেকে টানা পাঁচবার ব্লক সভাপতির আসন – ইন্দাসে সেখ হামিদের নজির।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার ইন্দাস ব্লকে ফের আস্থার প্রতীক হয়ে উঠলেন সেখ হামিদ। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে আবারও নির্বাচিত হলেন তিনি। এ নিয়ে টানা পাঁচবার এই পদে আস্থা জানাল দল। রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে সম্ভবত এই প্রথম কোনো ব্লক সভাপতি পরপর পাঁচবার নির্বাচিত হলেন।

বর্তমানে জেলার সর্বকনিষ্ঠ ব্লক সভাপতি সেখ হামিদের উত্থান কিন্তু আজকের নয়। তাঁর রাজনীতির হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকেই। বামফ্রন্ট আমলে ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে তিনি ইন্দাস মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। সেই সময় থেকেই সহকর্মীদের নিয়ে আন্দোলন, সংগঠনের কাজ এবং ছাত্রসমাজের পাশে দাঁড়ানোয় সক্রিয় হয়ে ওঠেন তিনি।

দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ও অক্লান্ত পরিশ্রমই আজ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০২০ সালে প্রথমবার ব্লক সভাপতি নির্বাচিত হন সেখ হামিদ। তারপর থেকে প্রতিবারই দলীয় আস্থা তাঁর উপরেই অটুট থেকেছে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, সেখ হামিদের ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি তাঁর সহজ-সরল ব্যবহার, সক্রিয় নেতৃত্ব আর কর্মীদের পাশে থাকার মানসিকতা। শুধু সংগঠনের ভেতরে নয়, সাধারণ মানুষের সমস্যা সমাধানেও তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

তরুণ বয়সে টানা পাঁচবার ব্লক সভাপতির পদে বহাল থেকে তিনি যেমন সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন, তেমনই প্রমাণ করেছেন—নিষ্ঠা আর পরিশ্রম থাকলে রাজনীতির মঞ্চে তরুণ নেতৃত্বও অনায়াসে গড়ে তুলতে পারে নজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *