পঞ্চমীর দিনে গাজীপুরে জন পরিষেবা কেন্দ্রের সূচনা, তৃণমূল নেতাদের হাত ধরে হাসি ফুটল গ্রামের মুখে।

নিজস্ব সংবাদদাতা, কাটোয়া : আজ,পঞ্চমীর দিনে,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের গাজীপুর অঞ্চলের দেয়াসীনগ্ৰামে জন পরিষেবা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কাটোয়া ২ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘডুই,গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান শিবদাস ঘোষ,গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাফর আলী সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। পুজো উপলক্ষে,গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হয় নতুন কার্যালয়ে। এইদিন দেয়াসীন এলাকার দুঃস্থ মহিলাদেরকে শাড়ি দেওয়ার হয়,দুঃস্থ মানুষদের হাতে পোশাক ও মিষ্টি প্যাকেট তুলে দেওয়া হয়। কার্যালয় উদ্বোধন উপলক্ষে এলাকার মানুষদেরকে মিষ্টি মুখ করানো হয়। নতুন পোশাক পেয়ে খুশী দুঃস্থ মানুষেরা। রাজীব চ্যাটার্জীর এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *