মন্ত্রী-ঘনিষ্ঠ নেতার ক্লাবে হামলার অভিযোগ, থানায় এফআইআর – উত্তাল হরিশ্চন্দ্রপুর।

নিজস্ব সংবাদদাতা, মালদা: —- এবার মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পূজা মণ্ডপেও।রাতের অন্ধকারে পূজা মন্ডপে সিসিটিভি ভাঙচুর। ছিড়ে দেওয়া হল মূল অনুষ্ঠান মঞ্চের ফ্লেক্স। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পার্শ্ববর্তী অন্যান্য সিসিটিভি খতিয়ে দেখে হামলাকারীদের সনাক্ত করে থানায় অভিযোগ দায়ের। মন্ত্রী-ঘনিষ্ঠ তৃণমূল নেতার ক্লাবে হামলার অভিযোগ জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠদের বিরুদ্ধে। উপযুক্ত পদক্ষেপ না নিলে পুজো বন্ধের হুশিয়ারি। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তদের। খোঁচা বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলার ঘটনা। পিপলা শেখর স্মৃতি অঙ্কুর সংঘ।এলাকার পুরোনো ক্লাব। বর্তমানে ক্লাবের সম্পাদক এবং পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল নেতা দ্রোণাচার্য ব্যানার্জি। যিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ। এই বছর দুর্গাপূজাতে তাদের থিম আদি যোগী। পঞ্চমী অর্থাৎ শনিবার রাতে উদ্যোক্তারা যখন বাড়ি যান। অভিযোগ তারপরেই গভীর রাতে দুষ্কৃতীরা এসে মন্ডপের সিসিটিভি ভেঙে দেয়। মূল অনুষ্ঠান মঞ্চে ফ্লেক্স ছিড়ে দেয়। সকালে উদ্যোক্তাদের নজরে আসতে চাঞ্চল্য ছড়ায়।পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাঁচজনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্লাব কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে রয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা পূজন দাস সহ এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী। প্রসঙ্গত কিছু দিন আগেই এই পূজন দাসের বাড়িতে হামলার অভিযোগ উঠে মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে। যে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভাঙচুর হয়ে ছিল তার গাড়িও। বারবার মন্ত্রী এবং জেলা পরিষদ সদস্য অনুগামীদের মধ্যে এই সংঘাত সামনে এসেছে। যা থামল না পুজোতেও। ওই এলাকায় পাশেই রয়েছে আরেকটি ক্লাব। যে পূজোর আবার প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ সদস্য বুলবুল খান। যদিও পূজন দাসের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের দাবি তার স্বামী রাতে বাড়িতেই ছিলেন। গাড়ি ভাঙচুর করা হয়ে ছিল তাই ঠিক করতে দেওয়া ছিল। বন্ধুরা পুজোর জন্য সেই গাড়ি নিয়ে ঘুরতে গেছিল। পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।সেখানে পূজন দাসের গাড়ি দেখা গেলেও তাকে দেখা যায়নি। তৃণমূল নেতাদের পূজা পর্যন্ত সুরক্ষিত না এই রাজ্যে। এমনটাই কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *