বালুরঘাটে রীতিমতো চাঞ্চল্য। বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে এক যুবকের ভাঙচুর, মায়ের উপর অকথ্য অত্যাচার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে রীতিমতো চাঞ্চল্য। বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে এক যুবকের ভাঙচুর, মায়ের উপর অকথ্য অত্যাচার, পাশাপাশি অপরিচিত এক মহিলাকে নিয়ে এসে অবৈধ সম্পর্কে জড়ানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবার রাতেই ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। অভিযোগ, দিনের পর দিন অসভ্য আচরণ করে আসছিল ওই অভিযুক্ত যুবক। মাঝরাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ভাঙচুর করা ছিল নিত্যকার ঘটনা। এমনকি গতকাল একেবারে বাড়ি তছনছ করে দেওয়ার পাশাপাশি এক মহিলাকে নিয়ে এসে প্রকাশ্যে সম্পর্কেও লিপ্ত হয় সে। গোটা ঘটনা দেখে স্তম্ভিত এলাকাবাসী।
অবশেষে আর সহ্য না করে রবিবার খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে অভিযুক্ত যুবক ও তার সঙ্গিনীকে আটক করে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অশান্তি চলছিল। অভিযোগ উঠেছে, নিজের মায়ের উপর নির্যাতন চালিয়ে আসছিল ওই যুবক। এদিনের ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *