দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ব নদী দিবস উদযাপন করলো দিশারী সংকল্প। পারপেল কোর্সের সহযোগিতায় আত্রেয়ী সদর ঘাটে বিশ্ব নদী দিবসের প্রাক্কালে অর্থাৎ একদিন আগে ছাত্র-ছাত্রীরা চিঠি লিখলো দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক এবং বালুরঘাট পৌরসভার পৌর প্রধানকে। বিশ্ব নদী দিবস সেপ্টেম্বরের চতুর্থ রবিবার। অর্থাৎ এই বছর তা ২৮ সেপ্টেম্বর। তার প্রাক্কালে পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের এই উদ্যোগ।
বালুরঘাট শহরের আত্রেয়ী নদীকে নদীকে ভালো রাখতে চেয়ে এবং দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত নদী যেমন পুনর্ভবা টাঙ্গন শ্রীমতি ইছামতি যমুনা ব্রাহ্মণী শ্রী ঘুসকি সহ একাধিক নদীর রক্ষায় সচেতনতা এবং নদীবন্ধু হবার আহ্বান জানিয়ে চিঠি লিখল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আত্রেয়ী সদরঘাটে শনিবার সকালে জড়ো হয়ে ‘ ওঁ আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী….’ মন্ত্র উচ্চারণের মাধ্যমে নদী বন্দনায়, নদী আমাদের মা /আমরা নদীকে ভুলবো না এবং আত্রেয়ী নদীকে ভালো রাখবো এই শপথ গ্রহণ করে প্রায় ২৫ জন ছাত্রছাত্রী চিঠি লিখলো। চিঠির বয়ান:
শহর ও জেলায় নদীবন্ধু গড়ে তোলার আবেদন
প্রতি
মাননীয়পৌরপ্রধান/ জেলাশাসক
বালুরঘাট পৌরসভা/
দক্ষিণ দিনাজপুর
তারিখ: ২৭. ০৯. ২৫
মহাশয়,
আমাদের শহর বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুর জেলা বিভিন্ন নদী দ্বারা পরিচিত। আত্রেয়ী, পুনর্ভবা, টাঙ্গন, শ্রীমতি, ইছামতি, যমুনা,ব্রাহ্মনী, শ্রী, ঘুসকি ইত্যাদি নদী বিভিন্ন সমস্যায় জর্জরিত। নদী গুলোতে নিয়মিত সাফাই করা, নদীর সঙ্গে প্রতিটি বাসিন্দার সম্পর্ক তৈরি করা দরকার। নদীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করা দরকার। নদীতে প্রাপ্ত মাছ, নদীর উপর নির্ভরশীল পাখি দের তালিকা তৈরি করাও দরকার।
স্যার, আজ বিশ্ব নদী দিবসের প্রাক্কালে অনুরোধ করবো যদি শহর তথা জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নদী বন্ধু তৈরি করা হয় তাতে আমরা যুক্ত হতে চাই।
আমাদের নদীকে ভালো আমাদের কর্তব্য। আমরা সেই কাজে যুক্ত হতে চাই।
দিশারী সংকল্পের পক্ষে উপস্থিত ছিল সনাতন প্রামানিক, কিংকর দাস, ত্রিদীব সরকার প্রমুখ। পারপেল কোর্সের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষক সোমনাথ দাস।দিশারী সংকল্পের সদস্য
সদস্য ত্রিদীব সরকার জানান ‘ বিশ্ব নদী দিবসের প্রাক্কালে ছাত্র ছাত্রী আত্রেয়ী ও অন্য নদী গুলো সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। ডাক বিভাগের সহযোগিতায় চিঠি গুলো পৌঁছে যাবে বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের কাছে। শিক্ষার্থী দের উদ্বুদ্ধ করে নদী বন্ধু গড়ে তুলে ধরতে আশা করি তারা উদ্যোগ নেবেন।’












Leave a Reply