ষষ্ঠীর সকালেই মানব পুজোয় মেতে উঠল আশ্রম প্রাঙ্গণ, আনন্দে ভাসল আবাসিক শিশুরা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- অভিনব ভাবনায় দামোদরপাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব, শিশুদের হাতেই সূচনা পুজোর,দুর্গাপুজো মানেই আনন্দ, মিলন আর উৎসবের আবহ। তবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা। এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে।মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মানব রূপে অবতীর্ণ হলেন। তাঁদের পূজা অর্চনার মাধ্যমে তাদের হাত ধরেই শুরু হয় দুর্গোৎসবের শুভ যাত্রা। প্রতিবার এই মানব পুজো দশমীর দিন অনুষ্ঠিত হলো এ বছর তা ষষ্ঠী দিন অনুষ্ঠিত হল।উপস্থিত সকলের চোখে মুখে ফুটে ওঠে আবেগ আর আনন্দের রেশ।এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাসও। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত ২৫ বছর আগে নিজের উদ্যোগেই এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন। আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। পূজার দিনগুলোতে শিশুদের সঙ্গেই কাটান সময়, ভাগ করে নেন আনন্দ-উৎসবের মুহূর্ত। সেদিন অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে বাংলা টেলিভিশনের অভিনেত্রী তথা কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য অনাথ আশ্রম এর বাচ্চাদের সাথে আনন্দ ভাগ করে নেয় এ দিন তাকে তাদের সাথে বসে গান পরিবেশন করতেও দেখা যায়। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সকলেই এখানে চলা অন্নদান কর্মসূচিতেও খাবার পরিবেশন করেন।এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ। দুর্গোৎসবের আনন্দ এখানে মিলেমিশে যায় ভালোবাসা, স্নেহ আর সহমর্মিতার অনন্য সুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *