মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- — মঙ্গলবার মহা অষ্টমীতে অঞ্জলী দিতে মহিলাদের উপচে পড়া ভীড়।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর একটি প্রত্যন্ত গ্রাম। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় মানুষের বসবাস। দৌলতপুর সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে গত চার বছর থেকে গ্রামে
দুর্গাপূজা করে আসছেন। থিম পুজো না হলেও ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চারদিন ধরে দুর্গোৎসব কে ঘিরে জমজমাটি ভাব থাকে।আট থেকে আশি সকলে পুজোর আনন্দে মেতে উঠেন। সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি প্রদীপ চন্দ্র দাস বলেন, এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল পুজো। গত দুই বছর থেকে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছি। আগামী বছর থিম পুজো করার ভাবনা রয়েছে।
হিন্দু-মুসলিম মিলিত অংশগ্রহণে জমজমাট দৌলতপুরের দুর্গোৎসব।












Leave a Reply