উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় সিপিআই(এম)-এর ডাকে সারা ভারত কৃষক সভার ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। দুপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের সূচনা হয় এবং বিকেল পর্যন্ত চলে আলোচনা পর্ব।
বক্তারা অভিযোগ করেন, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই কৃষকরা নানা সমস্যায় জর্জরিত। সার, বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধির পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই সার ও ওষুধের বাজার নিয়ন্ত্রণ এবং উৎপন্ন ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি ওঠে মঞ্চ থেকে।
সম্মেলনে গঠিত হয় ২৭ সদস্যের নতুন ব্লক কমিটি। সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান এবং সম্পাদক জাকির হোসেন।
জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার বলেন, “কৃষকদের আর্থিক সুরক্ষা ও প্রকৃত এমএসপি নিশ্চিত করাই আমাদের প্রধান দাবি।” তিনি জানান, শীঘ্রই জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।












Leave a Reply