মু্র্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামে নতুন আইসিডিএস সেন্টারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ — শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে ক্ষোভে ফুঁসছে শামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রাম।
শামশেরগঞ্জ ব্লকের নতুন লোহরপুর গ্রামে আজ শনিবার দেখা গেল এক অন্যরকম দৃশ্য। গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি— অবিলম্বে রেলের একধারে নতুন একটি আইসিডিএস সেন্টার চালু করতে হবে।
গ্রামবাসীদের অভিযোগ, রেললাইন হয়ে যাওয়ার পর থেকে গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে— গ্রামের একাংশ রেলের এপারে, অন্য অংশ ওপারে। বর্তমানে গ্রামের ছোট ছোট বাচ্চাদের আইসিডিএস সেন্টারে যেতে রেললাইন পার হতে হয়। এতে প্রতিদিনই শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
এক মহিলার বক্তব্য— “আমাদের বাচ্চারা খিচুড়ি আনতে বা ক্লাসে যেতে গেলে রেললাইন পার হতে হয়। সেদিনই একটা বাচ্চা রেললাইনের ধারে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?”
গ্রামবাসীদের আরও অভিযোগ, বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তাগুলি জলে ডুবে থাকে, কাদা ও গর্তে ভরা। ফলে ছোট বাচ্চারা তো দূরের কথা, বড়রাও ঠিকভাবে চলাচল করতে পারেন না। তাই তাদের দাবি— অবিলম্বে রেলের একধারে নতুন আইসিডিএস সেন্টার স্থাপন ও একটি পাকা রাস্তার ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ যাতায়াতের সুযোগ পান।
এদিন আরও জানা যায়, শনিবার আইসিডিএস সেন্টারে বাচ্চারা খিচুড়ি আনতে গেলেও সেন্টার বন্ধ ছিল।
ন্যাশনাল পাবলিক টিভির প্রতিনিধির পক্ষ থেকে সেন্টারের শিক্ষিকাকে ফোন করা হলে তিনি জানান,
“আমি মিটিং-এ আছি, হেল্পারকে খুলতে বলেছিলাম, কিন্তু উনি যাননি। বিষয়টি দেখছি।”
স্থানীয়দের প্রশ্ন— “যদি এইভাবে অযথা সেন্টার বন্ধ থাকে, তাহলে গরিব পরিবারের ছোট ছোট বাচ্চারা পুষ্টির অধিকার থেকে বঞ্চিত হবে কেন?”
গ্রামবাসীর দাবি, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে নতুন আইসিডিএস সেন্টার ও রাস্তাঘাটের উন্নয়নের ব্যবস্থা করে।











Leave a Reply